ওমানের ধোফার অঞ্চল সালালাতে খাত (তামাক জাতীয় পাতা) পাচারের সময় সাতজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, “ধোফার অঞ্চলে তিনটি পৃথক নৌকা দিয়ে প্রায় তিন হাজারেরও বেশি খাত প্যাকেট পাচারের সময় তাদের আটক করে কোস্টগার্ড পুলিশ। এই সময় প্যাকেটগুলো জব্দ করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতরা এরাবিয়ান নাগরিক বলে খবর প্রকাশ করেছে দেশটির জাতীয় সংবাদ মাধ্যম।
এদিকে, উত্তর আল বাতিনা অঞ্চলের পুলিশ জানিয়েছে, আল বাতিনায় এক প্রবাসী নাগরিকের কার্যক্রম সন্দেহ হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ করোনায় ওমানে একদিনে সুস্থের সর্বোচ্চ রেকর্ড
https://www.youtube.com/watch?v=tABh_aejfqQ&t=77s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
