ওমানে মহামারী করোনায় আজ নতুন আক্রান্তের সংখ্যা ১৮৪ জন এবং মৃতের সংখ্যা ৩ জন। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯ জন।
যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ৯ জন। যা মোট আক্রান্তের ৯৩.৭ শতাংশ রোগী এখন সুস্থ। দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১২ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১০৩ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৪৩ জন।
আজ নতুন সুস্থ হয়েছেন ২৭৩ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
আরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
আরো পড়ুনঃ ইতালির নতুন ভিসা প্রত্যাশীদের দুয়ার খুললো
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
