ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের বিষয়টিকে সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করা হলেও আদতে তা দীর্ঘ মেয়াদে ভোগান্তিতে ফেলেছে বাংলাদেশিদের।
৬ মাস অতিবাহিত হলেও এখনো ভিসা চালু হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছেনা। ভিসা বন্ধের পর থেকে ওমানে ক্রমেই বাংলাদেশিদের যাতায়াত কমছে।
এমনকি বিমানবন্দরে যাত্রী চলাচলের যে তালিকা ওমান দিয়েছে সেখানে বাংলাদেশিদের চেয়ে এখন অনেক বেশি উপস্থিতি ভারত ও পাকিস্তানের নাগরিকদের।
এই বিষয়টি তুলে ধরতেই সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রবাসীদের একদল প্রতিনিধি।
আলাপকালে রাষ্ট্রপতিও ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে ইতিবাচক আশ্বাস দেন। তিনি বলেন, ওমান যে সবরকমের ভিসাই বন্ধ করে রেখেছে সেটি জানা ছিলোনা।
এরপর দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে কার্যকরী ভূমিকা নেওয়ার আদেশ দেবেন বলে কথা দেন তিনি।
তবে ভিসা চালু হবে কিনা বা হলেও ঠিক কবে নাগাদ চালু হবে তা পুরোপুরি নির্ভর করে ওমান সরকারের সিদ্ধান্তের উপর। অথচ ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট এবং সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
তবে যে ধরণের আভাস পাওয়া গেছে তাতে অনুমান করা যায় বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বড় কারণ ওমানে বাংলাদেশিদের বেকারত্বের হার। এতে অপরাধপ্রবণতাও বাড়ছে দিনকে দিন।
তাই নতুন করে দেশটিতে বাংলাদেশিদের প্রবেশ করার বিষয়টিকে বোঝা হিসেবেই বিবেচনা করেছে ওমান। এতোকিছুর পরেও দেশটিতে থাকা প্রবাসীরা চাইছেন, ভিসা সম্পূর্ণ চালু হোক বা নাহোক- অন্তত ফ্যামিলি ভিসাটা যেন খুলে দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















