মাদক চোরাচালানের অভিযোগে ওমানের মাস্কাট থেকে সোমবার (১৪-ডিসেম্বর) এক প্রবাসীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয় বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে আরওপি। তবে আটককৃত প্রবাসী কোনে দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
আরওপি আরো জানিয়েছে, “মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে আজ মাস্কাট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে অপর এক ঘটনায় চুরির অভিযোগে আরো দুই প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দেশটির আশ শারকিয়া অঞ্চল থেকে তাদের আটক করা হয়। দোকান থেকে চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আল কামেল আল ওয়াফির পুলিশ।
এদিকে অপর এক ঘটনায় চুরির অভিযোগে আরো দুই প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দেশটির আশ শারকিয়া অঞ্চল থেকে তাদের আটক করা হয়। দোকান থেকে চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আল কামেল আল ওয়াফির পুলিশ।
আরো পড়ুনঃ ওমানের আল বারাকা গ্রুপে চাকরীর সুযোগ
এ ছাড়াও সাগর পথে ওমানে অনুপ্রবেশকালে ১৫ জনকে আটক করেছে দেশটির কোস্টগার্ড। গতকাল দক্ষিণ আল বাতিনা অঞ্চল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় চোরাচালানকারী চক্রের একটি বোর্ড জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরওপি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
