ওমানে ভারী বৃষ্টি এবং পরবর্তী বন্যার আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
আল উস্তা ব্যতিত সকল অঞ্চলে এই আদেশ কার্যকর থাকবে। তবে সম্ভব হলে অনলাইন ক্লাস চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
একভাবে ভারী বৃষ্টির খবর যেন ওমানে এখন নিয়মিত ঘটনা। এপ্রিল মাসে একাধিকবার ব্যাপক বৃষ্টি ও বন্যার ঘটনার পর মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ল মধ্যপ্রাচ্যের দেশটি।
ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার অর্থ্যাৎ দোসরা মে থেকে শুরু হয়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে শনিবার পর্যন্ত।
আল বুরাইমি, মুসান্দাম, ধাহিরা, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ এবং মাস্কাটে বৃহস্পতিবার গোটা দিন বর্ষণমুখর আবহাওয়া বিরাজ করবে।
যা সন্ধ্যা থেকে উত্তর ও দক্ষিণ আল শারকিয়্যাহ এবং আল উস্তায় ব্যপ্তি লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি ঝড়বে ৩০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত।
ব্যাপক বৃষ্টিপাতের পরে এবারও আকস্মিক বন্যার সম্ভাবনার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সমুদ্রে চলাচলকারী মাঝ ধরার নৌযানগুলোকে সাবধানে এবং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবেন।
নতুন একটি বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে- এ বিপর্যয় মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত। আর জলবায়ু পরিবর্তনের জন্যই ওমানে ১০ থেকে ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
