শক্তিশালী টর্নেডোর আঘাতে তছনছ আমেরিকার নেব্রাস্কা। যার বহু বাড়ি ভেঙে পড়েছে।
আহত শতাধিক। সেই টর্নেডোরই একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিও তে দেখা গিয়েছে, ঘন কালো মেঘে ঢাকা আকাশ।
তার মাঝেই দেখা গেল দানবাকৃতির টর্নেডোকে। আকাশ ছুঁয়েছে সেই টর্নোডোর মাথা। তাণ্ডবলীলা চালাতে চালাতে এগিয়ে চলেছে সেটি।
তারপরই দেখা গেল একটি ট্রাক রাস্তার উপর উল্টে পড়ে আছে। এক গাড়িচালক ছুটে গিয়ে ট্রাকচালককে উদ্ধার করেছেন।অন্যদিকে, লিঙ্কনে বেশ কয়েকটি বাড়ি ছাদ উড়ে গিয়েছে।
একটি বাড়ির ছাদ ভেঙে ৭০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এক নয়, নেব্রাস্কায় একাধিক টর্নেডো আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেব্রাস্কার ওমাহায়। এছাড়াও এল্কহর্নেও নির্মীয়মাণ বেশ কয়েকটি বাড়ি এবং ছোট ছোট কয়েকটি বাড়িও মাটিতে মিশে গিয়েছে। যদিও সেখানকার বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















