বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে দুইটি বিদেশি এয়ারলাইন্স। আগামী মাসেই তারা ফ্লাইট পরিচালনা শুরু করবে। এজন্য যাবতীয় প্রস্তুতি নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাওয়া এয়ারলাইন্স দুটি হলো— ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং এয়ার চায়না।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাব করার লক্ষ্যের অংশ হিসেবে আমরা আগামী মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং এয়ার চায়নাকে ফ্লাইট পরিচালনার সুবিধার্থে আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছি।
বেবিচক সূত্রে জানা গেছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সও আগামী মাস থেকে আদ্দিস আবাবা এবং ঢাকার মধ্যে ফ্লাইট শুরু করার প্রস্তুতি নিয়েছে, যখন চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন বহনকারী এয়ার চায়না প্রথমবারের মতো সরাসরি বেইজিং-ঢাকা-বেইজিং ফ্লাইট চালু করতে প্রস্তুত রয়েছে।
বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিষয়টি জানিয়ে দুটি এয়ারলাইন্সের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা সহজতর করার জন্য জানিয়েছে।
তবে মে মাসের তৃতীয় সপ্তাহে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা প্রতি সপ্তাহে পাঁচটি সরাসরি ফ্লাইট শুরু হতে পারে বলেও জানা গেছে।
দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় ধারাবাহিক আলোচনার পর ইথিওপিয়া ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত বছরের ৬ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষর করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
