বিমানবালাদের নতুন নির্দেশনা দিয়েছে চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন চায়না। বিমানবালাদের করোনা ঝুঁকি এড়াতে এবং সংক্রমণ কমাতে টয়লেট ব্যবহার না করে ডায়পার পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিবিসি জানিয়েছে, করোনা প্রতিরোধে সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন চায়না ৪৯ পাতার একটি গাইড লাইন তৈরি করেছে। এই গাইডলাইনেই এ নির্দেশনাটি রয়েছে।
সিএনএন জানিয়েছে, পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুয়িপমেন্ট (পিপিই) নিয়ে নির্দেশনায় কেবিন ক্রুদেরকে কোভিড-১৯ সংক্রমণের উচ্চঝুঁকির দেশগুলোতে যাওয়া এবং আসা দুক্ষেত্রেই সুরক্ষামূলক মাস্ক, দুই-স্তর বিশিষ্ট ডিসপোজেবল রাবারের গ্লাভস, চশমা, ক্যাপ, সুরক্ষামূলক পোশাক, জুতার কভার পরতে বলা হয়েছে।
আরো পড়ুনঃ মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করতে পারবে ওমান প্রবাসীরা
টয়লেট ব্যবহার না করে ডায়পার পরার পরামর্শে অনেকেই ভ্রু কুচকালেও বিমানের শৌচাগারগুলো বহুল-ব্যবহারের ফলে যে অস্বাস্থ্যকর হতে পারে তা সর্বজনবিদিত। গত অগাস্টেই ইতালি থেকে দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় এক নারী বাথরুম থেকে করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন।
কোভিড-১৯ এর আগে থেকেই বিমানের বাথরুমের বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়ে আসছে। আর এখন মহামারির এই সময়ে সংক্রমণ থেকে বেঁচে থাকার নতুন পথ বের করারই চেষ্টা চলছে। সূত্র: বিবিসি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
