প্রবল বৃষ্টিতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি কারাগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সুযোগে কারাগার থেকে পালিয়েছে শতাধিক বন্দি।
প্রতিবেদন মতে, বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে রাজধানী আবুজার কাছেই সুলেজা এলাকার ওই কারা ভবনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
কারাগারের একপাশের দেয়াল ভেঙে পড়ে। এই সুযোগে অন্তত ১১৮ জন বন্দী কারাগার থেকে পালিয়ে যায়।
পুলিশ এখন তাদের গ্রেফতারের চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদামা দুজা নামের এক কর্মকর্তা জানান, অভিযানে ১০ জনকে আটক করা গেছে।
পুরোদমে অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
