ওমান প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে খাসাব যাচ্ছে ওমানের বাংলাদেশ দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। আগামী ২৬ ও ২৭ এপ্রিল (শুক্র ও শনিবার) এই দুইদিন অত্র অঞ্চলে প্রয়োজনীয় কনস্যুলার সেবা দিবে দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ টিম। ২৩ এপ্রিল দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ২ দিন খাসাব হোটেলে ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে। সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সেবা দেওয়া হবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পাসপোর্টের এবং রেসিডেন্স আইডির ফটোকপি নিয়ে আসতে হবে। সেবা গ্রহীতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। রি ইস্যুর ফরম দূতাবাসের পক্ষথেকে বিনামূল্যে প্রদান করা হবে।
এছাড়াও পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের রেসিডেন্স কার্ড সাথে নিয়ে যেতে হবে। সবশেষে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ই-পাসপোর্টের জন্য জমা দিতে পারবেন প্রবাসীরা। এমতাবস্থায় খাসাব ও তার আশেপাশে অবস্থানরত প্রবাসীদের দূতাবাসের সেবা নিতে আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
