যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটির (বিজি-১৪৭) চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে বেশ বেকায়দায় পড়তে হয় ২৬৮ যাত্রীকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার মোহাম্মদ ছলিম উল্লাহ।
তিনি বলেন, ফ্লাইটটি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
এর যান্ত্রিক ত্রুটির কাজ মেরামত করে আজ (মঙ্গলবার, ২৪ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
