মসজিদে নামাজ আদায়ে বয়সসীমা তুলে নিলো ওমান সুপ্রিম কমিটি
এখন থেকে ওমানের মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের বয়স সীমা রইলোনা। যে কোনো বয়সের মুসুল্লিরা মসজিদে যেয়ে নামাজ আদায় করতে পারবেন। আজ দেশটির সুপ্রিম কমিটির সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এই কথা বলেন ড. আহমদ আল সাইদী।
তিনি বলেন, আমরা ধর্ম মন্ত্রীর সাথে আলোচনা করে মসজিদে প্রবেশের বয়সসীমা তুলে নিয়েছি। তবে মুসুল্লিদের অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য: ইতিপূর্বে ওমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাগরিক ও প্রবাসীদের সুরক্ষার জন্য মসজিদে প্রবেশের ক্ষেত্রে শিশু ও বয়স্কদের বিধি নিষেধ আরোপ করেছিলো দেশটির সুপ্রিম কমিটি। দেশটিতে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে আজথেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো কমিটি।
ওমানের করোনার সর্বশেষ তথ্য নিয়ে আজ এক সংবাদ সম্মেলন করেছে দেশটির দেশটির সুপ্রিম কমিটি। এতে উপস্থিত ছিলেন, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী, পর্যটন মন্ত্রণালয়ের উপ সচিব মাইথা সাইফ আল মাহরোকি,
পাসপোর্ট ও আবাসনের সহকারী মহাপরিচালক কর্নেল আলী বিন হামেদ আল সুলাইমানি, রয়্যাল ওমান পুলিশের জনসংযোগ অধিদপ্তরের কর্মকর্তা মেজর মোহাম্মদ বিন সালাম আল হাসামি, স্বাস্থ্য মন্ত্রনালয় রোগ নজরদারি ও নিয়ন্ত্রণের মহাপরিচালক ডাঃ সাইফ বিন সেলিম আল আব্রি।
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাগরিক এবং প্রবাসীরা সঠিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় অক্টোবরের মাঝামাঝি থেকে ওমানে করোনা রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। আজ দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১৭৯ জন এবং মৃত ২ জন।
মন্ত্রী বলেন, বাণিজ্যিক কার্যক্রম খোলার অর্থ এই নয় যে জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বা ভাইরাসের উপস্থিতি নেই। সতর্কতা অবলম্বন না করলে সংক্রমণের সংখ্যা আবার বাড়তে পারে বলেও হুশিয়ারি করেন সবাইকে।
চলতি মাসের শেষের দিকে করোনা ভ্যাকসিন হাতে পাবে ওমান এমনটি আজ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী সকলকে উদ্দেশ্য করে বলেন, ওমানে এখনো অনেকেই কাজ ছাড়া বাহিরে ঘুরাঘুরি করছেন, বিভিন্ন স্থানে জমায়েত করছেন এবং মাস্ক না পরে বাহিরে বের হচ্ছেন। যা কোনোভাবেই কাম্য নয়। আপনার সতর্কতা অবলম্বন করুণ না হলে দেশের করোনা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।
আরো পড়ুনঃ ওমানের কিংবদন্তি সুলতান কাবুস
সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব বলেন, ওমানের পর্যটন খাতে লোকসান প্রায় অর্ধ বিলিয়ন ওমানি রিয়ালে পৌঁছেছে। পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অবশ্যই ভ্রমণকারীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। এছাড়াও পিসিআর পরীক্ষার জন্য পর্যাপ্ত লোকবলের প্রয়োজন বলেও জানান তিনি।
এতে ডঃ সাইফ আল আব্রি বলেন, স্থল সীমান্ত বন্দরের মাধ্যমে ওমানে প্রবেশের সময় অবশ্যই পিসিআর পরীক্ষা করা হবে। তবে বিমান পথে আসা যাত্রীদের আগে থেকে পিসিআর পরীক্ষা করানোর প্রয়োজন নেই। তবে তাদের ওমানে পৌঁছানোর পর পিসিআর পরীক্ষা করাতে হবে।
এ সময় ওমানের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমানের করোনা মহামারী পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং ইন্সটিটিউট খোলা হবে। ভ্যাকসিনের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র ব্যক্তির নিজের উপর নির্ভর করে।
আমরা কারো উপর কিছু চাপিয়ে দিতে চাই না। যারা এই ভ্যাকসিনের জন্য যোগ্য তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন গ্রহণে নির্ধারণ করা হয়েছে। ভ্যাকসিনটি সকলের জন্য বিনা মূল্যে থাকবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
