বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ে করায় মোহাম্মদ আলী খান (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ভাড়ানিরপাড় এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী খান একই এলাকার মৃত হাসেম আলী খানের ছেলে।
অভিযুক্তরা হলেন: একই এলাকার রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাদুল।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ চার দিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাবা বৃদ্ধ বয়সে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে ছেলেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী মাজু বিবি বাদী হয়ে ওই বৃদ্ধের দুই ছেলের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী মাজু বিবি বাদী হয়ে দুই ছেলেকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
