খুলনা যাত্রীবাহী বাস থেকে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে স্বর্ণের বার বাসে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহ’র জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















