মহামারী করোনাভাইরাস নিয়ে প্রতিদিনই আসছে নতুন নতুন আশার বাণী, ভাইরাসটি মোকাবেলায় ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে ব্রিটেন। এছাড়াও টিকা প্রয়োগে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে অনেকে দেশ। মধ্যপ্রাচ্যের দেশ ওমানও চলতি মাসে ভ্যাকসিন পাওয়ার কথা জানিয়েছে।
দেশটিতে ইতিমধ্যেই করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ৩ দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৫৫৭ জন এবং মৃতের সংখ্যা ৯ জন। নতুন আক্রান্ত সহ দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আজ ১ লাখ ২৪ হাজার ৮৮৬ জন এবং মৃত ১ হাজার ৪৪৪ জন।
অপরদিকে দেশটিতে গত ৩ দিনে নতুন সুস্থ হয়েছেন ৪৮৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৫৪ জন, যা মোট আক্রান্তের ৯৩.২ শতাংশ রোগী এখন সুস্থ।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের সাথে নতুন রাষ্ট্রদূতের মতবিনিময় সভা
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১০ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৭২ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৮৮ জন। দেশটিতে চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
