অবৈধভাবে সাগরপথে ওমান অনুপ্রবেশকালে ২১ জন অভিবাসীকে আটক করেছে উত্তর আল বাতিনা কোস্টগার্ড পুলিশ। আজ এক বিবৃতিতে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি এই তথ্য জানিয়েছে। আটককৃতরা অবৈধভাবে একটি চোরাচালানকারী নৌকা দিয়ে ওমান প্রবেশের চেষ্টা করছিলো বলে উল্লেখ করেছে আরওপি।
আরো পড়ুনঃ যে শর্তে নতুন ভিসা দিচ্ছে ওমান
অপরদিকে বিপুল পরিমাণ মাদক ও তামাক দ্রব্য সহ ৩ জন প্রবাসীকে আটক করেছে তেল ও গ্যাস অঞ্চলের পুলিশ কমান্ড। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
