ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশীরা। দেশে থাকা পরিবারের চাহিদা মিটিয়ে এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত তারা।
ঈদের দিনে অতিথি আপ্যায়ন নিয়েও ব্যাপক পরিকল্পনা করছে প্রবাসী পরিবারগুলো। একে অপরকে ঈদ উপহার দিয়ে ঈদের আমেজকে আরও উপভোগ্য করে তুলছেন প্রবাসীরা। তবে এরমধ্যেও আছে প্রবাসীদের চাপা কষ্ট।
ঈদে প্রবাসী পরিবারগুলো দেশীয় ঐতিহ্যের পিঠা পায়েস দিয়ে অতিথি আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে। প্রবাসী শিক্ষার্থীরাও বন্ধুদের সাথে ঘুরেফিরে ঈদকে আনন্দময় করে তুলতে পরিকল্পনা সাজিয়েছেন।
বড় বড় মসজিদ ও ঈদগাহ ময়দানগুলোতে ঈদের জামাত আদায় করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ঈদ উপলক্ষ্যে আমিরাত সরকার দেশটিতে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ছুটি ঘোষণা করেছে। যদিও সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে অনেক প্রবাসী অন্য দেশেও ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বলেও জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
