ঈদের আগ মুহূর্তেও থেমে নেই ওমানের অভিযান। শনিবার উত্তর আল শারকিয়্যা ও ধোফার অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি পার করেছে প্রবাসীরা।
ইব্রার টাস্ক পুলিশের সহযোগিতায় এদিন অভিযানে নেমে ৮৮ প্রবাসীকে গ্রেপ্তার করে উত্তর আল শারকিয়্যাহ পুলিশ কমান্ড।
তাদের বিরুদ্ধে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই এশীয় অঞ্চলের নাগরিক।
অভিযানের সময় যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের গ্রেপ্তার দেখানো হয়।
সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান। বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
এদিকে ধোফারের তাকা অঞ্চলে বিদ্যুতের খুঁটি থেকে তার চুরির সময় আরও দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















