সৌদি আরবে পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে জানা যাবে সোমবার।
এদিন ২৯ রমজান সম্পন্ন হবে। তাই সোমবার সন্ধ্যায় সৌদি আরবজুড়ে মুসলিমদের ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বার্তায় জানিয়েছে, যারা নতুন মাসের তথা ঈদের অর্ধচন্দ্র খালি চোখে বা দূরবীনের মাধ্যমে দেখতে পাবেন তারা যেন নিকটতম আদালতকে সেটি অবহিত করেন। এছাড়া সাক্ষ্য রেকর্ড করার কথাও বলা হয়েছে। এজন্য নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি এক ঘোষণায় বলেছে, ‘সুপ্রিম কোর্ট আশা করে যে যাদের অর্ধচন্দ্র দেখার ক্ষমতা আছে তারা এই বিষয়ে মনোযোগ দেবেন। কেউ এমনটি দেখে থাকলে তাকে পুরস্কৃত করা হবে।’
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আকাশে চাঁদ অনুসন্ধান করবে।
যদি চাঁদ দেখা যায় তাহলে ২৯ রমজানই মাসের শেষ দিন হবে এবং মঙ্গলবার সেখানে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস হবে ৩০ দিনের এবং বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
