ফিলিস্তিনের গাজার প্রতিটি ছবিই আন্তর্জাতিক পুরস্কারের যোগ্য। কারণ, তাতে ফুটে উঠেছে গাজাবাসীর ওপর চালানো ইসরাইলি নির্মমতা, নিষ্ঠুরতা, পৈশাচিকতা। তার মধ্যেও একটি ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় এশিয়া বিভাগে পুরস্কার জিতেছে।
‘এ প্যালেস্টাইনিয়ান ওম্যান এমব্রেসেস দ্য বডি অব হার নাইস’ অর্থাৎ ফিলিস্তিনি এক নারী তার ভাতিজির মৃতদেহ জড়িয়ে ধরে বিলাপ করছেন- শিরোনামের এই ছবিটি তুলেছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক মোহাম্মদ সালেম।
অনলাইন আল জাজিরা বলছে, বিশ্বজুড়ে মানুষ এই ছবিটি দেখেছে। বিবেকসম্পন্ন মানুষের চোখ থেকে নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়েছে। কি নিষ্ঠুরতা, পৈশাচিকতাই না গাজাবাসীর ওপর চালাচ্ছে বর্বর ইসরাইল! এই ছবিতে যে নারীকে তার ৫ বছর বয়সী ভাতিজি স্যালির মৃতদেহ জড়িয়ে ধরে বসে বিলাপ করতে দেখা যাচ্ছে তিনি ইনাস আবু মামার (৩৬)।
২০২৩ সালের ১৭ই অক্টোবর গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুস এলাকায় নাসের হাসপাতালে হামলা চালায় ইসরাইল। এতে নিহত হয় স্যালি। ফটোসাংবাদিক সালেম বলেন, নাসের হাসপাতালের মর্গ থেকে তোলা এ ছবিটি ছিল শক্তিশালী এবং এক বেদনার মুহূর্ত। আমি মনে করি গাজা উপত্যকায় কি ঘটছে তার পূর্ণাঙ্গ চিত্র ফুটিয়ে তোলে এই ছবিটি।
ওই হামলার পর মানুষজনের যেন কোনো হুঁশ ছিল না। তারা এক স্থান থেকে অন্য স্থানে দৌড়াচ্ছিল। তাদের প্রিয়জনের কি পরিণতি হয়েছে তা জানতে উন্মাদের মতো আচরণ করছিলেন।
এমন সময় এই নারীকে এমন অবস্থায় দেখতে পায় আমার চোখ। আমি দেখি ছোট্ট শিশুটির মৃতদেহ জড়িয়ে ধরে তিনি বিলাপ করছেন। এই লাশ তিনি কাউকে নিতে দেবেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
