জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে উপার্জনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
রাজধানী বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তারের খবর সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম ওরফে সোহেল (৩০), মো. তারেক (৩১), মো. সবুজ মিয়া (২৬), টিপু সুলতান (৪১), মো. রিয়াজ খান (২৬) ও মো. শামসুল করিম (৪১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “চক্রটির সদস্যরা লাখ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধী ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বানিয়ে দিতেন।
তারা চট্টগ্রামের ওমর ফারুক নামের এক কৃষকের এনআইডি কার্ড সংগ্রহ করে কক্সবাজারের ওমর ফারুক নামে এক রোহিঙ্গার পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন।
“এক্ষেত্রে নির্বাচন কমিশন অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন। পরিচয়পত্রে বয়স কমানোসহ এনআইডির যাবতীয় সংশোধনের জন্য আবেদন ভেদে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিতেন।”
ভুয়া এনআইডি দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পেতে সহায়তার পাশপাশি অবৈধভাবে জমির নামজারি করতেও তারা সহায়তা করতেন বলে জানিয়েছে সিআইডি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
