তানজানিয়ার দারুস সালামে অনুষ্ঠিত ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ হুজাইফা (১০)।
গতকাল রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন হুজাইফা।
প্রতিযোগিতায় ৩০ এর অধিক দেশ অংশগ্রহণ করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে ইন্দোনেশিয়া ও ইয়েমেন।
হুজাইফার বাড়ি উত্তরবঙ্গের রংপুরের গঙ্গাচড়ার ২নং ওয়ার্ডে। এই প্রথম উত্তরবঙ্গ থেকে একজন প্রতিনিধি আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার লাভ করল।
পুরস্কার হিসেবে হুজাইফা পেয়েছে পাঁচ হাজার ডলার।
হাফেজ হুজাইফা যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।
পুরস্কার নিয়ে আগামী ৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
