কাতারে G4S কোম্পানিতে চাকরীর সুযোগ, দূতাবাসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ
মধ্যপ্রাচ্যের উন্নত দেশ কাতারে G4S কোম্পানিতে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। করোনা পরবর্তী প্রাথমিকভাবে আড়াইশো কর্মী গৃহস্থালি কাজের জন্য চাওয়া হয়েছে। সম্প্রতি দেশটির রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানে ভালো বেতনে চাকরী খুজুন অনলাইনে
সেখানে বলা হয়, কাতারের (G4S) কোম্পানির অধীনে শর্ত সাপেক্ষে পুরুষ ও নারী দুই পদে আড়াইশো জন গৃহস্থালি কাজে নিয়োগ দেওয়া হবে। কাজে আগ্রহী প্রার্থীদের ৫৫২৭২২৩৯ এই ফোন নম্বর এবং [email protected] এই ইমেল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাতারের শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সাক্ষাৎকারের সময় সকল প্রার্থীকে স্পন্সরশীপ পরিবর্তন, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা করে চুক্তিপত্রে স্বাক্ষর করে।
আরো পড়ুনঃ চ্যালেঞ্জের বোঝা মাথায় নিয়ে আজ ওমানে আসছেন নতুন রাষ্ট্রদূত
কাতার সরকার এমন একটি সময় বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ দিতে যাচ্ছে, যখন প্রবাসীরা মহামারি করোনায় দেশে ছুটিতে এসে আটকা পড়ে তাদের ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে আটকেপড়া প্রবাসীদের পুনরায় কাতার ফিরতে সরকারের উদ্যোগ নেওয়ার দাবী জানান কাতার প্রবাসীরা।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
