বছরের শুরুতে ওমানের সিব মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পড়া বাংলাদেশি ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে শুরু করেছেন।
সংস্কারের পর রমজান ও ঈদ ঘিরে দোকান সাজিয়ে তুলছেন পারফিউম, সুজ, ক্লোদসহ বাহারি সব পণ্যে।
আর লোকসান কাটিয়ে ফের বাণিজ্যিকভাবে তাদের প্রতিষ্ঠিত হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাইকারি বিক্রেতা মোহাম্মদ জসিম।
এর আগে গত ৩০ জানুয়ারি সিব মার্কেটের আগুনে বহু বাংলাদেশির দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে অঙ্গার হয়ে যায় দোকানিদের কোটি কোটি টাকার পণ্য। মার্কেটটিতে ১৮-১৯ টি দোকানের বেশিরভাগের মালিকানাই ছিলো বাংলাদেশিদের।
সেসময় প্রবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মার্কেটটিতে পণ্য সরবরাহকারী ও পাইকারি বিক্রেতা মোহাম্মদ জসিম।
তিনি জানান, আগুনের এই ঘটনায় তার কয়েক হাজার রিয়াল ক্ষতি হয়েছে। তবুও এভাবেই স্বদেশি ব্যবসায়ীদের পাশে থাকতে চান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
