সৌদি আরবের দাম্মামে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে রাসেল মন্ডল (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশি সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌর শহরের বনচিথলিয়া গ্রামের আলাল মন্ডলের ছেলে। প্রবাসীর ছোট ভাই মোশারফ হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাসেল ২ বছর ৭ মাস আগে সৌদি আরব পাড়ি জমান। দাম্মাম শহরে তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। বুধবার (২৭ মার্চ) রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে ঘুমান রাসেল।
সৌদি আরবের সময় রাত ১টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে রাসেলের রুমমেটরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে, মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। বর্তমানে তার লাশ দাম্মাম শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাসেলের স্ত্রী ও ২ ছেলেসন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
