মাহে রমজান উপলক্ষে প্রতিবারের মত এবারও সংযুক্ত আরব আমিরাতে ‘দুয়ারে কন্সূলেট’ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কন্সূলেট দুবাই। প্রবাসীদের সুবিধা বিবেচনায় শুক্রবার শারজায় প্রায় ২ হাজার মানুষের উপস্থিতিতে নিয়মিত কার্যক্রমের বাইরে এই কর্মসূচী পরিচালনা করা হয়।
ছিলো ডিজিটাল পাসপোর্ট, ই পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড তৈরীসহ একাধিক কার্যক্রম। সেবার জন্য যাতে কাজের ক্ষতি করে কনস্যুলেটে আসতে না হয় সেলক্ষ্যে প্রবাসীদের দুয়ারে এসে সেবা দিচ্ছে কনস্যুলেট।
এদিন সারজায় দিনব্যাপী কন্সূলেট সেবা দেওয়ার পর সন্ধ্যায় সাধারণ প্রবাসী ও শ্রমিকদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজনে কন্সূলেটকে সহযোগিতা করে শারজা বাংলাদেশ সমিতি। প্রবাসী শ্রমিক ছাড়াও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির অনেকে এতে অংশগ্রহণ করেন।
জানা গেছে, দুবাইতে দুয়ারে কন্সূলেট সেবা চালু হওয়ার পর দু দুবার বাংলাদেশ কন্সূলেট সারা বিশ্বে সেবা কার্যক্রমে সেরা মিশন হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কৃত হয়েছে।
এই কার্যক্রমের ফলে কন্সূলার সেবার মানেও ব্যাপক অগ্রগতি হয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা। তবে সেবা নিতে গিয়ে একটি নির্দিষ্ট উইংয়ের কয়েকজন কর্মকর্তার দুর্ব্যবহারের স্বীকার হতে হচ্ছে বলেও অভিযোগ তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
