ওমানে প্রবাসী কিংবা স্থানীয়দের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। বিভিন্ন সময় অর্থ দ্বিগুণ করার লোভনীয় অফারের প্রচারণা চালাচ্ছে তারা।
অনলাইনে এসব প্রচারণার ফাঁদে পা দিয়ে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করে লেনদেন করছেন। দেওয়া হয় দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার আশ্বাস।
কিন্তু লেনদেনের পরপরই ভুক্তভোগীরা বুঝতে পারছেন এটি কেবলই একটি ভুয়া স্ক্যাম। এভাবে মানুষকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
সোমবার এমনই এক প্রবাসী প্রতারককে নগদ ২২ হাজার রিয়ালসহ গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। অভিযুক্ত ওই প্রবাসী পরে তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পরে পুলিশের তরফ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে। টাকা দ্বিগুণ করার সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে পুলিশে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















