ওমান যেতে নতুন আইনপাশ শিরোনামে গতকাল সোমবার (১৬-নভেম্বর) ওমান অবজারভারের বরাত দিয়ে প্রবাস টাইম থেকে একটি সংবাদ প্রচার করা হয়। উক্ত সংবাদে ওমান যেতে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস থেকে এনওসি সহ বেশকিছু নতুন নিয়মের কথা উল্লেখ করা হয়। ওমান অবজারভারের উক্ত সংবাদের বিষয় নিয়ে পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করলে এই সংবাদের সত্যতা পাওয়া যায়নি।
ইতিমধ্যেই গতকাল রাত থেকে ওমান অবজারভারের নিউজ পোর্টাল থেকেও উক্ত সংবাদ সরিয়ে নেওয়া হয়েছে। এমতাবস্থায় ওমানগামী সকল প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ওমান যেতে কোনো নতুন নিয়ম জারী করেনি ওমান সরকার। পূর্বের মতো স্বাভাবিক ভাবেই দেশে থেকে ওমান যেতে পারবেন বৈধ প্রবাসীরা। ওমানের বৈধ রেসিডেন্স কার্ডধারী প্রবাসীরা শুধুমাত্র কোভিড পরিক্ষা এবং ইনস্যুরেন্স করে ওমান যেতে পারবেন।
আরো পড়ুনঃ ওমানে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের উপচেপড়া ভিড়
অনেক প্রবাসী ভুলবশত কোভিড ইনস্যুরেন্স না করে অন্য ইনস্যুরেন্স করে ওমান যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে এসেও ফেরত যেতে হয়েছে। এমতাবস্থায় ওমান প্রবাসীদের পুনরায় ওমান যেতে বাংলাদেশ সরকার নির্ধারিত মেডিক্যাল সেন্টার থেকে কোভিড পরিক্ষা এবং কোভিড ইনস্যুরেন্স করে ওমান যেতে অনুরোধ করা হয়েছে।


আরো দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
