২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। একমাত্র দেশ হিসেবে বিড করায় নিশ্চিতভাবে সৌদিকেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিতে যাচ্ছে ফিফা।
তবে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন যদি ‘প্রবাসী শ্রমিকদের’ অধিকার নিয়ে ফিফা কোনো উদ্যোগ না নেয় তাহলে ফুটবলের অবকাঠামো তৈরি করতে গিয়ে অসংখ্য শ্রমিক প্রাণ হারাবেন। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘মৃত্যুপুরীতে’ পরিণত হবে সৌদি। কারণ সৌদিতে যত প্রবাসী শ্রমিক রয়েছেন তার বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া বিশ্বকাপ উপলক্ষে নিশ্চিতভাবে আরও অসংখ্য বাংলাদেশি সৌদিতে কাজ করতে যাবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার জানিয়েছে, সম্প্রতি তাদের এক গবেষণা প্রতিবেদনে ওঠে এসেছে ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সৌদিতে ১৩ হাজার ৬৮৫ জন বাংলাদেশি মারা গেছেন।
বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২২ সালে সৌদিতে দেড় হাজার বাংলাদেশির মৃত্যু হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশটিতে দিনে চারজন বাংলাদেশি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বিশেষজ্ঞদের মতে কঠিন জীবনযাপন ও কাজ, অত্যাধিক গরম এবং কর্মক্ষেত্রে হতাশার কারণে হয়ত এসব শ্রমিকের মৃত্যু হয়েছে।
২০২২ সালের কাতার বিশ্বকাপের অবকাঠামো তৈরি করতে গিয়ে অসংখ্য বাংলাদেশি, নেপালি ও পাকিস্তানি শ্রমিকের মৃত্যু হয়েছিল। সৌদিতেও যেন ওই একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিতের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
