আকাশপথে ভ্রমণের জন্য ফ্লাইটে অন্যতম প্রয়োজনীয় কর্মী হচ্ছে এয়ার হোস্টেস বা বিমানবালা। সম্প্রতি পাসপোর্ট ছাড়াই যাত্রীদের সঙ্গে ফ্লাই করে কানাডায় গেছেন এক বিমানবালা। বিরল এই ঘটনায় শাস্তি হিসেবে তাকে জরিমানা করেছে কানাডিয়ান কর্তৃপক্ষ।
অভিযুক্ত ওই বিমানবালা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) কর্মী এবং পিআইএ-এর একটি ফ্লাইটে করেই ইসলামাবাদ থেকে টরন্টোতে যান ওই বিমানবালা।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিরল এক ঘটনায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ) কর্মরত একজন এয়ার হোস্টেস গত শুক্রবার (১৫ মার্চ) তার পাসপোর্ট ছাড়া পাকিস্তানের ইসলামাবাদ থেকে কানাডা টরন্টো গেছেন। এই ঘটনায় তাকে জরিমানা করা হয়।
এদিকে পাকিস্তানের বিমান সংস্থার সাথে যুক্ত একটি সূত্র জানায়, ওই এয়ার হোস্টেস ইসলামাবাদ থেকে টরন্টোগামী পিকে-৭৮১ নাম্বার ফ্লাইটে তার পাসপোর্ট আনতে ভুলে যান এবং সাধারণ ঘোষণার নথির মাধ্যমে তাকে বিমানে উঠতে হয়েছিল।
ফলস্বরূপ কানাডিয়ান কর্তৃপক্ষ তাকে এই অবহেলার জন্য এবং পাসপোর্ট ছাড়া টরন্টোতে আসার জন্য ২০০ মার্কিন ডলার জরিমানা করেছে।
এদিকে, পাসপোর্ট ছাড়াই কানাডাতে যাওয়ার এই ঘটনাটি এবং এয়ার হোস্টেসকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছে পিআইএ। পাকিস্তানের ন্যাশনাল ক্যারিয়ারের এক মুখপাত্র ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের পরিচয় গোপন রেখে বলেন, তিনি করাচি বিমানবন্দরে তার পাসপোর্ট রেখে গেছেন।
এর আগে, কানাডায় অবতরণের পর পিআইএর ১০ জনেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট আত্মগোপনে চলে গেছে। কানাডায় অভিবাসনে ইচ্ছুক পিআইএ ফ্লাইট অ্যাটেনডেন্টদের নিখোঁজ হওয়ার বেশ কয়েকটি ঘটনার কারণে এই ঘটনাটি উদ্বেগের জন্ম দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
