ওমানে মহামারী করোনায় গতকালের তুলনায় আজ আক্রান্ত কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। দেশটিতে আজ গতকালের তুলনায় আক্রান্ত কমেছে ৫৭জন। তবে মৃত বেড়েছে ৩জন। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩১৯ জন সহ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪৭ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৯০৩ জন। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী এবং সুস্থতার হার দিনদিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ৩৬৩ জন, যা গতকালের তুলনায় ১৮ জন বেশি।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
বুধবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে নতুন মৃত সহ সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ২৭৫ জন। সেইসাথে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩২ জন এবং এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট ৩৭১ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন ১৫৮ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
