এখন থেকে ওমানে আগতদের ১৪ দিনের পরিবর্তে মাত্র ৭ দিন কোয়ারেন্টাইন করলেই হবে। গতকাল (১-নভেম্বর) ওমান সুপ্রিম কমিটির এক বৈঠকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসাথে এখন থেকে ওমানে আগত সকল দেশের নাগরিকদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এবং কোভিড টেস্টের মেয়াদ পূর্বের ৭২ ঘন্টা থেকে বাড়িয়ে ৯৬ ঘন্টা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে করোনা রিপোর্টের মেয়াদ ৪ দিন করা হয়েছে।
ওমান সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগত যাত্রীদের তার নিজ দেশ থেকে পরিক্ষা করাতে হবে এবং ওমানে এসেও করোনা পরিক্ষা করাতে হবে। রবিবার সুপ্রিম কমিটির চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদির সভাপতিত্বে এক বৈঠককালে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ওমানের এবং বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ভাইরাস থেকে জনগণকে সুরক্ষার ব্যবস্থা, এর বিস্তার রোধ এবং এর বিভিন্ন প্রভাব মোকাবেলা করার ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
সেইসাথে মহামারী প্রতিরোধে জনগণের মধ্যথেকে একদল স্বেচ্ছাসেবী গঠনেরও প্রস্তাব করা হয় বৈঠকে। এই প্রসঙ্গে সুপ্রিম কমিটি দেশটির প্রতিটি অঞ্চলের ওয়ালিকে স্বেচ্ছাসেবীদের নিবন্ধন কার্যক্রম শুরুর নির্দেশ দেন। সবশেষে মহামারী করোনার ক্ষতি থেকে সকলকে রক্ষায় সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করে সুপ্রিম কমিটি।
ওমানে তিন বাংলাদেশী হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
