মালয়েশিয়ায় কয়েকটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫১ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান শহরের ১৭টি বিনোদনকেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক ত্বহা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১০৩ জন থাই, দুইজন লাওতিয়ান, ১১ জন ভিয়েতনাম এবং দুজন ইন্দোনেশিয়ান নারী। যারা পতিতা এবং কাস্টমার সার্ভিস গার্ল। এছাড়া ৫ জন মিয়ানমারের পুরুষ, ১ ইন্দোনেশিয়ান, ১১ বাংলাদেশি এবং তিনজন চীনা পুরুষকে গ্রেফতার করা হয়।
জাফরি এমবোক বলেন, বিনোদনকেন্দ্রগুলো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ওয়েচ্যাটের মতো সামাজিক মিডিয়ার মাধ্যমে ফটো ব্যবহার করে বিদেশি নারীদের প্রচার করত। অফার করা প্যাকেজের ওপর নির্ভর করে গ্রাহকদের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ রিঙ্গিত পর্যন্ত চার্জ আদায় করা হত। অভিযানে বিনোদনকেন্দ্র থেকে যৌন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এছাড়া থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ মোট ৯৫টি পাসপোর্ট জব্দ করে আভিযানিক দল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
