বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি ৭২১-এ হঠাৎ মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। বিমানের কেবিন-ক্রু সদ্যসদের দক্ষতার সঙ্গে সেই যাত্রীকে সুস্থ করে তোলেন। বিমানের কেবিন-ক্রু সদ্যসদের দক্ষতার জন্য ফ্লা্ইটির জরুরি অবতরণের প্রয়োজন হয়নি।
ঢাকা থেকে ওমানের মাস্কাট যাওয়ার পথে বুধবার (৬ মার্চ) বিমানের বিজি ৭২১ ফ্লাইটে ঘটে এই ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে বৃহস্পতিবার (৭ মার্চ) এক পোস্টে এই বিষয়ে জানানো হয়।
বিমানের এই পোস্টে বলা হয়, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাট যাওয়ার পথে ভারতের আকাশে এই যাত্রীর বুকে হঠাৎ তীব্র ব্যথায় শুরু হয় এর ফলে তিনি অসুস্থ হয়ে পরেন।
তখন বিমানের পাইলটের নির্দেশনায় ঘোষণা করা হয় ফ্লাইটে কোনো ডাক্তার বা প্যারামেডিক আছে কি না।
এই ফ্লাইটে তখন কাউকে না পেয়ে বিমানের প্রশিক্ষিত কেবিন ক্রুরা দক্ষতার সঙ্গে রোগীকে সুস্থ করে তোলেন। বিমানের এই অসুস্থ যাত্রীকে সুস্থ করে তোলায় উক্ত ফ্লাইটটিকে ডাইভার্শন ছাড়াই নির্ধারিত সময়ে নিরাপদে মাস্কাটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটি ওমানের মাস্কাটে অবতরণের পর ক্যাপ্টেন আব্বাসের চাহিদা মোতাবেক এয়ারপোর্টের মেডিকেল টিম এসে অসুস্থ যাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যান। মাস্কাট এয়ারপোর্টের মেডিকেল টিম বিমানের কেবিন ক্রুদের দক্ষতার প্রশংসা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
