একজন চলচিত্র তারকা শাকিব খান অন্যজন ক্রিকেটের সাকিব আল হাসান দুই তারকা সুপারস্টার। শাকিব খান রূপালি পর্দায় নায়িকার মন জয় করেন, তার এক ঘুষিতে শত্রুরা হয়ে যায় কুপোকাত।
আর দুনিয়ার বিখ্যাত ক্রিকেটাররা বাইশ গজে সাকিব আল হাসানের স্পিনে দিশেহারা হয়েছে, ব্যাট হাতেও শতকের ফুলঝুরি ফুটিয়েছেন এই তারকা।
এবার চেনা অঙ্গনের বাইরে কর্পোরেট প্ল্যাটফর্মে শাকিব ও সাকিবকে একসঙ্গে দেখা যাবে। সেটি হচ্ছে শাকিব খানের কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান।
গত জানুয়ারিতে শাকিব খানের অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যানের সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয়েছে। এই প্রসাধনী ব্র্যান্ডের ডিরেক্টর তিনি নিজেই। এবার রিমার্ক এন্ড হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
এদিকে, আগামীকাল সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও কোম্পানিটির উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে চলচিত্র ও ক্রিকেটের দুই সুপারস্টারকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
