রাজধানীর শাহবাগ থানার পেছনে ডাম্পিং করে রাখা গাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।
মঙ্গলবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেল ৩ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার আগুন লাগার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার দিকে আগুনের সূচনা হয়। তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, পৌনে ৩টায় শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন গাড়িতে আগুন লাগার খবর পাই। ৩টার কিছু সময় আগে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
