এই প্রথম বাংলাদেশী মালিকানাধীন হালাল পেরি পেরি চিকেন রেস্টুরেন্ট “মানচসের” উদ্বোধন করা হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
ভিয়েনার পাঁচ নাম্বার ডিস্ট্রিক্টে উদ্বোধনী অনুষ্ঠানে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের বর্তমান ক্ষমতাসীন পিপলস পার্টি অস্ট্রিয়ার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনারারী কনসুলার এস গ্রাফ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি রবিন মোহাম্মদ আলী এবং অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি কবির আহমেদ প্রমুখ।
পেরি পেরি চিকেন মূলত পর্তুগালের একটি ঐতিহ্যবাহী জাতীয় খাবার। এই প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশের ভোলা জেলার ভিয়েনায় বসবাসরত ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট এর অস্ট্রিয়ার ক্ষমতাসীন দলের তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন জানান, হালাল খাবার পরিবেশন করা হবে এই প্রতিষ্ঠানে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
