চট্টগ্রামে কর্ণফুলী এলাকার এস আলম চিনি মিলে আজ সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকাল পৌনে চারটার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউন জ্বলে যায়।
খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ও চট্টগ্রাম মেট্রোপলিটন ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, ৩টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নির্বাপণে কাজ করছে। তারা যথাসাধ্য চেষ্টা করছেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে তা এখনো বলা সম্ভব নয়।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
