দেশি ডাইনিং রেস্টুরেন্ট তাদের জন্য চালু করেছে বিশেষ ডিসকাউন্ট কার্ড। বাংলাদেশি তরুণদের মালিকানাধীন এই রেস্তোরাঁ প্রবাসী ভাইদের জন্য এই কার্ডের মাধ্যমে খাবারে বিশেষ ছাড় প্রদান করবে। গত সোমবার রাতে (২৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি গাড়িচালকদের হাতে দেশি রেস্টুরেন্টের বিশেষ ডিসকাউন্ট কার্ড তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশি কমিউনিটির অন্য ব্যবসায়ীদেরও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কাতারে আজিজিয়া এলাকায় অবস্থিত কয়েক মাস আগে যাত্রা শুরু করা রেস্তোরাঁটির পক্ষ থেকে জানানো হয়, এই বিশেষ ডিসকাউন্ট কার্ড ব্যবহার করে প্রবাসী বাংলাদেশি চালকেরা যেকোনো খাবারে ২০% মূল্যছাড়ের সুযোগ পাবেন। একজন চালকের সঙ্গে আসা আরও তিনজন একই ডিসকাউন্টে খাবার কেনার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্তোরাঁটির স্বত্ত্বাধিকারী রাকিবুল হাসান, প্রধান নির্বাহী পরিচালক শাকিল আহমেদ, ব্যবস্থাপক সিফাত খান, মতিউর রহমানসহ অন্য অতিথিরা।
শাকিল আহমেদ জানান, কাতারে প্রবাসী বাংলাদেশি চালকেরা কর্মব্যস্ততার কারণে নিজেরা রান্না করে খেতে পারেন না। ফলে তাঁদের জন্য একটু কম দামে দেশি খাবারের আয়োজন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি এক মাসে কমপক্ষে ১৫ বার বিশেষ ডিসকাউন্ট কার্ড ব্যবহার করার পর পরের মাসের জন্য আবারও কার্ড পাবেন চালকেরা। প্রতিদিনের খাবারে কম দামের এমন বিশেষ সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত কয়েকজন প্রবাসী চালক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
