ইসলামাবাদ, ২৬ ফেব্রুয়ারি – ১৩ বছর বয়সী এক কিশোর এবং ১২ বছর বয়সী এক কিশোরী একে অপরের প্রেমে পড়েছে। তাদের ভালোবাসার গল্পটি প্রথমে স্বাভাবিক মনে হলেও, তাদের অল্প বয়সেই বিয়ে করার সিদ্ধান্ত সকলকে হতবাক করে দিয়েছে।
ঘটনাটি পাকিস্তানের। বর সপ্তম শ্রেণির ছাত্র। কনে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের বিয়ে ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এত কম বয়সে কীভাবে বিয়ে করছে দুজনে? এমন প্রশ্নে ছড়াছড়ি নেটদুনিয়া। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পরিবারের লোকজনের বলছে, ছেলেটি মেয়েটিকে বেশ কিছু দিন ধরেই পছন্দ করে। সে বাবাকে বলে, তার বিয়ে না দিলে সে আর স্কুলে যাবে না। ছেলের কথা ফেলতে পারেননি বাবা। ধুমধাম করে বাগদানের অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, হবু বর-কনের আংটিবদল হয়ে গেছে ইতোমধ্যেই। যা দেখে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। তবে তা নিয়ে ভাবতে নারাজ দুজনে। সংবাদমাধ্যমকে তাদের স্পষ্ট কথা, বাগ্দানের পরেও তারা নিয়ম করে স্কুলে যাবে। দুজনের জন্যই পড়াশোনা শেষ করা সবচেয়ে বেশি জরুরি।
মেয়ের মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মেয়ের বিয়েতে তিনি বেশ খুশি। তিনি বলেন, আমারও ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল, তাই ওদের বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
