ওমানের কয়েকটি অঞ্চলে ধূলিঝড় নিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার সড়কে চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করে একটি বিবৃতি প্রকাশ করে ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আল বুরাইমি এবং আল ধাহিরাহ অঞ্চলের সড়কপথ, বিশেষ করে ইব্রি-হাফিত রোডে প্রচুর ধুলোবালির উপস্থিতি থাকবে।
মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এসব অঞ্চলের সড়কগুলোয় তীব্র ধুলোবালির উপস্থিতি স্বাভাবিক দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও অনেক বেশি। এজন্য এসব সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পূর্বাভাস অনুযায়ী, একই সময়ে টানা বৃষ্টিপাতের কথাও জানিয়েছে ওমানের আবহাওয়া বিভাগ। এছাড়া সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, বুধবার থেকে ফের লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকিছু ঘটলে তা ওমানের বাসিন্দাদের জন্য আরও অস্বস্তি বয়ে আনবে। বিশেষ করে মুসান্দাম এবং ওমান সাগরের উপকূলীয় অঞ্চলে এসময় বজ্রসহ ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও টানা ৪ দিনের ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছিলো ওমান। সেসময় জাবাল আখদারের স্রোতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে ১১ দিন পর শনিবার উদ্ধার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
