আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য ছয় দিনের ছুটি পেতে পারে সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দারা। যদিও চাঁদ দেখার পর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তারিখ নিশ্চিত করা হবে। এর জন্য প্রবাসী ও নাগরিকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিরাত সরকার ইতোমধ্যেই ২০২৪ সালের ঈদ-উল-ফিতরের ছুটির অস্থায়ী পরিকল্পনা প্রকাশ করেছে।
ঐতিহ্যগতভাবে ঈদুল ফিতরের ছুটি হিজরি ক্যালেন্ডারের ২৯ রমজান থেকে শাওয়াল মাসের ৩ তারিখ পর্যন্ত থাকে। ইংরেজি ক্যালেন্ডারের ১০ এপ্রিল যদি ঈদ হয়, তবে ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত বাসিন্দারা ছুটি পাবে। এর সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সম্ভাবনা রয়েছে ছয় দিনের ছুটি পাওয়ার। আর ৮ এপ্রিল ছুটি নিতে পারলে সম্ভাবনা রয়েছে নয় দিনের ছুটি পাওয়ার।
জ্যোতির্বিজ্ঞানের অনুমান অনুযায়ী, ১১ মার্চ রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতরের সম্ভাবনা ১০ এপ্রিল। আরব মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদন অনুসারে, রমজানের সময়কাল সংযুক্ত আরব আমিরাতে ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের ছয় দিনের ছুটি থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
