গত বছর দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রায় ৪২ হাজার অভিবাসী ওয়ার্ক পারমিট বা দীর্ঘমেয়াদী কাজের ভিসায় রোমানিয়ায় পৌঁছেছেন। এ সময় দেশটির দ্বিতীয় সর্বাধিক ভিসা পেয়েছেন বাংলাদেশিরা। মঙ্গলবার রোমানিয়া বর্ডার পুলিশের তথ্য ও জনসংযোগ দপ্তর সাম্প্রতিক বছরগুলোর একটি অভিবাসন পরিসংখ্যান জানিয়েছে।
পরিসংখ্যানে গত তিন বছরে ইস্যু হওয়া কাজের ভিসার তথ্য ছাড়াও হাই স্কিল্ড বা উচ্চ দক্ষ কাজের ভিসা, শিক্ষার্থী এবং ভ্রমণ ও অন্যান্য ক্যাটাগরিতে আসা অভিবাসীদের সংখ্যাও উঠে এসেছে।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় রোমানিয়ায় বাংলাদেশিদের আসার হার অব্যাহত রয়েছে। ২০২৩ সালে মোট ১১ হাজার ১৩৮ জন বাংলাদেশি অভিবাসী কাজের ভিসায় রোমানিয়ায় পাড়ি জমিয়েছেন। ২০২২ সালে এ সংখ্যা ছিল আট হাজার ৭৩০ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় বাংলাদেশিদের ভিসা পাওয়ার হার বেড়েছে ২৭ দশমিক ৫ শতাংশ।
অন্যান্য সব ক্যাটাগরি মিলিয়ে মোট ১৪ হাজার ১২০ জন বাংলাদেশি গত বছর পূর্ব ইউরোপের দেশটিতে পৌঁছেছেন। কাজের ভিসার তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে রোমানিয়ায় পড়তে আসার হার কম। ২০২৩ সালে ৮২৯ জন শিক্ষার্থী দেশটিতে পড়তে এসেছিলেন। তাদের মধ্যে ৪৬১ জন বাংলাদেশি, ১৮৫ জন ভারতীয় এবং ১৩০ জন পাকিস্তানি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
