৫ দিন অতিবাহিত হলেও ওমানের বন্যায় নিখোঁজ এক ব্যক্তির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওই ব্যক্তির সন্ধানে হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করেও তেমন সুফল মেলেনি।
তাই বিকল্প হিসেবে মোবাইল সার্চিং পদ্ধতিতে তল্লাশিতে নেমেছে উদ্ধারকারী দল। এর আগে গত মঙ্গলবার জাবাল আখদারের একটি উপত্যকায় পানির তীব্র স্রোতে একটি গাড়ি ভেসে যায়। গাড়িতে থাকা দুই ব্যক্তির একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপর ব্যক্তির এখনো খোঁজ মেলেনি।
এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পঞ্চম দিনের মত অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। জাবাল আল আখদার এবং এর আসপাশের অন্যান্য এলাকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। এসময় একটি কুকুরকেও পানিতে ডুবিয়ে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়। পুলিশ এভিয়েশনের সহায়তায় আকাশ, পানি এবং স্থলে একযোগে অনুসন্ধান চালানো হচ্ছে। তবুও দিনের পর দিন গড়ালেও ভালো সংবাদ মিলছেনা।
সম্প্রতি ওমান যে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাত দেখেছে তার একটি বড় উদাহরণ এই ঘটনা। এবারের দুর্যোগে এ ঘটনা ছাড়াও প্রবাসী, নারী ও শিশু মিলিয়ে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে।
এরমধ্যে সুর থেকে মাস্কাটে ফেরার সময় ইবরার একটি ওয়াদি পার হতে গেলে পানির তীব্র স্রোত ওয়াহিদ নামের এক প্রবাসীর গাড়ি ভাসিয়ে নেয়। অথচ মৃত্যুর মাত্র ৩ দিন পরেই ছিলো এই প্রবাসীর বিয়ের অনুষ্ঠান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
