ওমানে আজও ঊর্ধ্বমুখী মহামারী করোনায় আক্রান্ত এবং মৃত। সোমবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৫ জন এবং নতুন মৃতের সংখ্যা ৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৭৫ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৩ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৮২ জন। দেশটিতে নতুন ৮ জনের মৃত সহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৪৬ জন। গতকালের থেকে আজ ২ পয়েন্ট কমে দেশটিতে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৭.৪ শতাংশে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৫ জন এবং এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট ৫৪৩ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন ২১৩ জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে ওমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গতকাল (১১-অক্টোবর) থেকে ফের রাত্রিকালীন লকডাউন দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পর্যবেক্ষণের মধ্যদিয়ে কেটেছে ওমানে লকডাউনের প্রথম দিন। রাত ৮টা বাজার পূর্বেই যার যার মতো ঘরে প্রবেশ করেছে দেশটির নাগরিক এবং প্রবাসীরা। সুপ্রিম কমিটির আইন মেনে ব্যবসায়ীরাও দোকানপাট সব ৮টার পূর্বেই বন্ধ করে দেয়। সেইসাথে ফাকা হয়ে যায় রাস্তাঘাট। রাত ৮টা বাজার আগেই শুনশান নীরবতা নেমে আসে ব্যস্ততম নগরী মাস্কাট সহ গোটা ওমানে।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
ওমানে লকডাউনের সময়ও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যাহত থাকবে বিমান চলাচল। রোববার (১১-অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমান বিমানবন্দর। বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা লকডাউনের সময়গুলিতে যাতায়াত করবেন তাদের আইনের লঙ্ঘন এড়াতে সেই দিনের টিকিটের একটি মুদ্রিত অনুলিপি বহন করতে হবে। তা না হলে আইন ভঙ্গের দায়ে তাকে কঠোর শাস্তি পেতে হবে।
আরো দেখুনঃ ওমান পুলিশের কঠোর হুঁশিয়ারি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
