ওমানে মহামারী করোনা প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়ায় দেশটিতে আগামীকাল (১১ অক্টোবর) থেকে পুনরায় সন্ধ্যাকালীন লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। নতুন এই ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমানের সকল সমুদ্র সৈকত ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। আজ সুপ্রিম কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
সুপ্রিম কমিটি ১১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত সকল প্রকার চলাচল ও প্রতিষ্ঠান খোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে লকডাউন চলাকালীন সময়ে ফ্লাইটের যাত্রীদের উপর কোনো প্রভাব পরবেনা বলে জানানো হয়েছে। চেক পয়েন্টে ভ্রমণের কাগজপত্র দেখালে কোনো ধরনের সমস্যা ছাড়াই এয়ারপোর্টে যাত্রীরা আসতে পারবে। তবে এয়ারপোর্টে শুধুমাত্র যাত্রী এবং একজন ড্রাইভারকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোনো দর্শনার্থীদের এয়ারপোর্টে প্রবেশের অনুমতি দিবেনা বলেও জানানো হয়েছে। সুপ্রিম কমিটি ওমানের সবাইকে ব্যক্তিগত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রতি অনুরোধ জানিয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যারা সুপ্রিম কমিটির নির্দেশনা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরো দেখুনঃ ওমান নিয়ে স্পেশাল প্রতিবেদন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
