ওমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। আজ এই দুর্ঘটনাটি ঘটেছে ওমানের আল দাখেলিয়া পৌরসভার ইজকি এলাকায়। বাড়ির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্সের (প্যাকডা)। আজ এক বিবৃতিতে ওমানে বসবাসরত প্রত্যেকের বাড়িতে রান্নার গ্যাস সুরক্ষিত রাখার জন্য অনুরোধ জানিয়েছে প্যাকডা।
৫৬ শতাংশ অতিথি কমেছে ওমানের অভিজাত হোটেলে
চলতি বছর করোনা ভাইরাস মহামারিতে ওমানের তিন ও পাঁচতারাকা হোটেলগুলোতে অতিথির সংখ্যা কমেছে ৫৬.৬ শতাংশ। আজ ওমান নিউজ এজেন্সি (ওএনএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ওমানের তিন থেকে পাঁচতারকা হোটেলগুলিতে মোট অতিথির সংখ্যা ৫৬.৬ শতাংশ কমেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশের অবস্থা উন্নত না হলে এই সংখ্যা কমে ২৭ শতাংশে নামতে পারে। যা হবে দেশটির পর্যটন খাতের সবচেয়ে বড় ক্ষতি।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
কাজ শুরু করেছে মুসান্দাম পৌরসভার ভূমি রেজিস্ট্রির অফিস
আগামী ১১ ই অক্টোবর থেকে ওমানের মুসান্দাম পৌরসভার ভূমি রেজিস্ট্রি অফিস পুনরায় আবার কাজ শুরু করবে। আজ দেশটির গৃহায়ন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয় অনলাইনে জারী করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে নাগরিকদের ভূমি রেজিস্ট্রি অফিসের সেবা নিতে দেশটির সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। সেইসাথে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সতর্কতামূলক ব্যবস্থা মেনে সেবা নিতে আসার আগে অনলাইনের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
আরো দেখুনঃ ওমান নিয়ে স্পেশাল প্রতিবেদন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
