গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের প্লাস্টিক সার্জারির প্রধান আহমেদ মোগরাবি জানিয়েছেন, নাসের হাসপাতাল খালি করার জন্য হ্যান্ডকাফ পরা এক বন্দীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিওতে মোগরাবি বলেছেন, ‘তারা হ্যান্ডকাফ পরা এক বন্দীকে হাসপাতালে পাঠিয়ে আমাদের সরিয়ে নেয়া উচিত বলে জানায়। এরপর তারা গুলি চালায় এবং ওই বন্দীকেও হত্যা করে।’
হাসপাতালের এক ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ এল হেলু যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারসেপ্টকে বলেন, তারা হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলার জন্য হ্যান্ডকাফ পরা লোকটিকে পাঠিয়ে ছিল। কারণ তারা এটিকে উড়িয়ে দেবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার নাসের হাসপাতালে ইসরাইলি স্নাইপাররা তিনজনকে হত্যা করেছে। একই দিনে হাসপাতালটি খালি করার জন্য যে যুবককে পাঠানো হয়েছিল তাকেও হত্যা করা হয়েছিল বলে জানা গেছে।
শত শত চিকিৎসাকর্মী এবং রোগী যারা নড়াচড়া করতে পারে না তারা এখনো হাসপাতালের ভেতরে আটকা পড়ে আছে।ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে, বাইরে গুলি চালানোর খবরে হাসপাতাল খালি করতে ভয় পেয়েছিল লোকজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
