ভয়াবহ আবহাওয়া বিপর্যয়ের কবলে পড়েছে ওমান। শনিবার মধ্যরাত থেকেই ওমানজুড়ে ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি এবং বজ্রসহ ভারী বর্ষণের খবর পাওয়া গেছে।
আর বৈরী আবহাওয়ার কারণে ধোফার এবং আল উস্তা ব্যতিত সোমবার দেশের সকল সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ওমানের শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নেমেছে সিভিল ডিফেন্সের সদস্যরা।
এদিকে রোববার দুপুর গড়ালেও ওমানের বেশকিছু অঞ্চলে সূর্যেরই দেখা মেলেনি। মাস্কাট, মুসান্দাম, ইব্রা, জালান, বুরাইমিসহ অন্যান্য অঞ্চলে ভারী বর্ষণের সাথে শিলাবৃষ্টিও দেখা গেছে। চলমান বৃষ্টিকে রহমতের বর্ষণ বলে ওমান প্রবাসীদের কেউ কেউ সন্তোষ প্রকাশ করলেও কৃষি খামারে কাজ করা প্রবাসীদের অপ্রত্যাশিত বর্ষণে কিছুটা বিপাকে পড়তে হয়েছে।
এর আগে রোববার থেকে ওমানজুড়ে ঝড় ও বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের তথ্যমতে, নিম্নচাপের কারণে অন্তত চারদিন অর্থাৎ বুধবার পর্যন্ত এই বৈরি আবহাওয়া স্থায়ী হবে। বিশেষ করে ১০ থেকে ৪৫ মিলিমিটারের ভারি বৃষ্টিপাত ওয়াদিতে প্লাবনের সৃষ্টি করতে পারে। আর ঘণ্টায় ২৮ থেকে ৮৩ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাবে। এজন্য অন্তত এই চারদিন রাস্তায় চলাচল এবং ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য সতর্ক পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
