মেহেরপুরে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ভুট্টাক্ষেত থেকে আয়ুব আলী (৬০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, আয়ুব আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মরদেহের কিছু অংশ কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ ও মৃতের পরিবার।
জানা গেছে, মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের আয়ুব আলী বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির বাইরে যান। এরপর থেকেই তিনি নিঁখোজ ছিলেন।
স্থানীয় কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখেন। তারা পুলিশের খবর দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের কিছু অংশ শেয়াল বা কুকুর কামড়ে ছিঁড়ে নিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত বলেন, আয়ুব আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে, ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
